পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইলকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। দেশটির দুর্নীতি দমন সংস্থা ইনভেস্টিগেশন টাস্কফোর্স সুইপ (আইটিএফএফ) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সোমবার এক বিবৃতিতে বলা হয়, পাপুয়া নিউগিনির জাতীয় আদালত ওই ওয়ারেন্টের আওতায় প্রধানমন্ত্রীর গ্রেপ্তার এড়াতে একটি নির্দেশ জারি করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, “এই অব্যাহত প্রক্রিয়া সঠিকভাবে, সঠিক আইনি প্রক্রিয়ায় বন্ধ হওয়া উচিত।”
তবে কিভাবে আদালতের নির্দেশে বিষয়টি সামাধান হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ও’নেইলের বিরুদ্ধে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সরকারি অর্থ অবৈধভাবে লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তবে ও’নেইল তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেন।