পবিত্র রমজান মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।
তবে এসব ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এরমধ্যে দুপুরে যোহরের নামাজের বিরতিও থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি বলছে, বাংলাদেশ ব্যাংকের সশ্লিষ্ট বিভাগ বুধবার বিকেলে অথবা বৃহস্পতিবারের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে পারে। রমজান উপলক্ষে গত বছরের মতো এবারও সরকারি অফিস আদালতের সময়সূচি সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এই সময়সূচি বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংগুলোও গতবারের ন্যায় এই সূচি নির্ধারণ করছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকতা বাংলানিউজকে বলেন, সময়সূচি এখনও চূড়ান্ত হয় নি। তবে সরকার যেহেতু আগের বছরের ন্যায় অফিস-আদালতের নতুন সূচি নির্ধারণ করেছে আমরাও ব্যাংক খাতের জন্য এ সময়সূচি নির্ধারণ করছি।