বিজ্ঞাপন ছাড়াও ভিডিও দেখাবে ইউটিউব

youtubeভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব এবার ভিডিও দেখাতে নতুন এক উদ্যোগ নিয়েছে। এর ফলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে। গুগলের মালিকানাধীন ইউটিউবের ‘মিউজিক সিস্টেম পাস’ নামের নতুন এ সেবার আওতায় গ্রাহকেরা বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার পাশাপাশি আগে থেকেই ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন। পরবর্তী সময়ে সে ভিডিও ইন্টারনেট সংযোগ ছাড়াও দেখা যাবে। খুব শিগগিরই ইউটিউবের এ সুবিধা চালু হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে একই ধরনের সেবা দিচ্ছে স্পটিফাইসহ একাধিক ভিডিও ওয়েবসাইট। এ সেবাটি দিতে ইতিমধ্যে ইউটিউব (www.youtube.com) থেকে এক হাজারেরও বেশি মিউজিক ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে শুধু ইউটিউবের সঙ্গে যারা চুক্তিবদ্ধ হবে, তারাই মিউজিক ভিডিও প্রচার করতে পারবে।
নতুন এ সেবা চালুর আগে গুগল বিভিন্ন রেকর্ডিং প্রতিষ্ঠানের সঙ্গে এক চুক্তি করবে। ইতিমধ্যে সনি মিউজিক এন্টারটেইনমেন্ট, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এবং ওয়ার্নার মিউজিক গ্রুপ নতুন এ উদ্যোগে গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তবে এ উদ্যোগের আওতায় যারা চুক্তি করবে না গুগল তাদের ভিডিওগুলো সরিয়ে দেবে ইউটিউব থেকে। আগামী সপ্তাহ থেকেই চুক্তিতে না-আসা প্রতিষ্ঠানগুলোর ভিডিও সরানোর কাজ শুরু হতে পারে। ইউটিউবের কন্টেন্ট অ্যান্ড বিজনেস অপারেশনস বিভাগের কর্মকর্তা রবার্ট কিনসেল জানান, ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানই আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আশা করছি, ইউটিউবকে চমৎকার একটা সংগীত উপভোগের মাধ্যম হিসেবে উপস্থাপন করতে পারব। তিনি বলেন, ‘আমরা চাই ইউটিউব এমন একটি মাধ্যম হয়ে উঠুক, যেখানে একই সঙ্গে শিল্পী ও ভক্তদের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় এবং সংগীত খাতের বড় একটি আয়ের উৎস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *