ফুটবল জনপ্রিয় একটি খেলা। বিশ্বকাপ এলেই আমাদের দেশেও এর প্রভাব পড়ে প্রবলভাবে। এবারও পড়েছে। চারদিকে আর্জেন্টিনা-ব্রাজিল-ইতালি-জার্মানির পতাকা উড়ছে। ভালই লাগছে। অন্যরকম একটি আমেজ। আমার ঘরেও কিন্তু সেই ফুটবলের আবহের ছোঁয়া লেগেছে। বীরবল (সামিনা চৌধুরীর ছেলে) আর্জেন্টিনা করে। তাই আমিও আর্জেন্টিনাকেই সাপোর্ট করছি। ওর সঙ্গে খেলা দেখতে ভালই লাগছে। আগে ম্যারাডোনা এবং এখন মেসির জাদুর ওপর ভর করেই এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। এবারও বেশ ভাল খেলছে তারা। তবে আমার মেয়ে আনমোল ব্রাজিলের সাপোর্টার। তাই ব্রাজিলের শেষ খেলাটা দেখা হয়েছে ওর সঙ্গে রাত জেগে। হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল। যদিও ফলাফল ছিল গোলশূন্য ড্র। পুরো ম্যাচটিই আসলে ছিল ম্যাক্সিকান গোলকিপারের। বেশ ভাল লেগেছে খেলাটি। তবে আমার মেয়ের মন বেশ খারাপ হয়েছে সেদিন। কারণ ও অনেক আশা করে ছিল ব্রাজিল জিতবে। সে যাই হোক, আশা করছি আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ নেবে। মনেপ্রাণে এটাই চাই। আজকের জাপান-চিলির খেলাই আমি অবশ্যই জাপানকে সাপোর্ট করবো। কারণ ওরা এশিয়ান দল। এর আগের ম্যাচটিতে যদিও হেরেছে তারা। তবে এবার তারা নিজেদের আসল রূপে ফিরে ম্যাচটি জিততে পারবে বলেই আশা রাখি। আমি আসলে সময়ের অভাবে সব খেলা দেখতে পারি না। তবে বড় দলগুলোর খেলা দেখার চেষ্টা করবো এবার। বিশেষ করে আর্জেন্টিনার খেলা মিস করবো না। মেসির জাদু বারবার দেখতে চাই। দেখা যাক কি হয়।