একই মঞ্চে দুই বোন

28457_e5ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গান গাইবেন চ্যানেল আই সেরা কণ্ঠের দুই বিজয়ী কণ্ঠশিল্পী সহোদর নির্বাচিতা মুৎসুদ্দী ও বৃষ্টি মুৎসুদ্দী। তবে তা দেশের মাটির কোন মঞ্চে নয়। আগামী ২২শে জুন লন্ডনের ভিক্টোরিয়ায় ‘বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্ট’ আয়োজিত বৈশাখী মেলায় একই মঞ্চে কুমার শানুর সঙ্গে গান গাইবেন তারা। অনুষ্ঠানে অংশ নেয়ার লক্ষ্যে গতকাল সকালের ফ্লাইটে নির্বাচিতা ও বৃষ্টি লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। যাওয়ার আগে নির্বাচিতা বলেন, এর আগে আমরা দুই বোন একসঙ্গে ওমানে গিয়েছিলাম গাইতে। তবে এবারই প্রথম আমি ও বৃষ্টি গান গাইতে লন্ডনে যাচ্ছি। এবার বিদেশের মাটিতে শো করতে যাওয়ার আনন্দটা একেবারেই অন্যরকম। কারণ, এবার কুমার শানুর মতো বিশ্ববরেণ্য শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান গাইবো আমরা। এদিকে আসছে ২৪শে জুন লন্ডনের একই সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুমার শানুকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি নির্বাচিতা ও বৃষ্টিকেও সংবর্ধনা দেয়া হবে! উল্লেখ্য, ২০০৮ সালের চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় নির্বাচিতা সেরা দশে ছিলেন। বৃষ্টি ২০১২-তে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *