বিশ্বজয়ী স্পেনকে বিদায় করে দিল চিলি

SpainByeBYe_Swadeshnews24চিলির কাছে হেরে করুণভাবে বিদায় নিলো বিশ্বজয়ী স্পেন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে শোচনীয় হারার পর দ্বিতীয় ম্যাচে চিলির কাছে বিপর্যস্ত হলো এই বিশ্ব চ্যাম্পিয়নরা। বাঁচা-মরার ম্যাচে এসে চিলির সাথে পরাজিত হওয়া মানেই বিশ্বকাপ থেকেই ছিটকে পড়া। এই ম্যাচে দূদার্ন্ত এক জয় ছিনিয়ে নিয়েছে লাতিন দেশটি।

বুধবার রাতে রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। তারা সাক্ষী রইল কীভাবে বিশ্বজয়ী একটি দল পরপর দুই ম্যাচে নাস্তানাবুদ হলো তা দেখে। স্প্যানিশদের জালে দুই দুইবার বল পাঠিয়ে তাদের বিশ্বকাপ মিশনকে এবারের মতো থামিয়ে দিয়ে বড় অঘটনটি ঘটালো চিলি।

প্রথমেই একটা হোচট খেয়েছে তারা প্রথমার্ধে খেলার ২০ মিনিটের মাথায়। চিলির ভারগাসের গোলে পিছিয়ে পড়ে যায় স্পেন। সেই যে পিছিয়ে পড়া, সেই থেকে ছন্দে ফিরতে পারেনি ছোট ছোট পাসে খেলা সুন্দর ফুটবলের দেশটি। এরপর ম্যাচের ৪৩ মিনিটে এসে আরেকটি গোল খেয়ে বসে তারা। গোলটি করেন চিলির চার্লস আরঙ্গুইজ। আর এতে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় চিলি।

এরপর দ্বিতীয়ার্ধ থাকে গোল শূন্য। ফলাফল : স্পেনের বিদায় ঘন্টা।

বাংলাদেশ সময়ের রাত ১টায় গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন স্পেন । নেদারল্যান্ডের কাছে ৫-১ গোল খেয়ে এমনিতেই বিপর্যস্ত স্পেনের জন্য এই ম্যাচটি হয়ে উঠেছিল বাঁচা মরার লড়াই। তাই ম্যাচে দুটি পরিবর্তন আনেন স্পেন কোচ ভিসেন্ত দেল বস্ক। ডিফেন্ডার জেরার্ড পিকের জায়গায় দলে সুযোগ দেন বায়ার্ন মিউনিখের ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি মার্টিনেজকে। আর জাভি হার্নান্দেজের জায়গায় আনেন ডেভিড সিলভাকে।

৪-৪-২ ফরমেশনে খেলা স্প্যানিশদের পক্ষে মাঠে নেমেছিলেন-অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, মার্টিনেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেদ্রো, জাভি আলানসো, সার্জিও রামোস, বাসকেটস, জোর্ডি আলবা, দিয়েগো কস্তা, সিলভা ও অ্যাজপিলিকুয়েটা।

চিলিও খেলছে একই ফরমেটে। অর্থ্যাৎ ৪-৪-২ ফরমেশনে। তাদের পক্ষে মাঠে নেমেছিলেন-অধিনায়ক ব্র্যাভো, মেনা, ইসলা, সিলভা, আলেক্স সানচেজ, ভিডাল, ভারগাস, মেডেল, জারা, আরানগুইজ ও দায়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *