কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করা জঙ্গিদের ওপর বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ইরাক। মার্কিন সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি এ কথা নিশ্চিত করেছেন।
ডেম্পসি বলেন, ‘বিমান শক্তি চেয়ে ইরাক সরকারের করা অনুরোধপত্র আমরা পেয়েছি।’
সুন্নি জঙ্গিরা উত্তর বাগদাদে সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা করার পর ইরাক সরকার এ অনুরোধ জানালো।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইরাক সংকট নিয়ে কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনায় বসার কথা।
তবে বৈঠকের আগে সিনেট নেতা হ্যারি রিড বলেন, ইরাকে পুনরায় মার্কিন সেনা পাঠানোর বিষয়টি তারা কখনই অনুমোদন করবেন না’