তুরস্কের ইজমির শহরে ব্যতিক্রমী একটি ঘটনা ঘটে গেলো। অবিকল মানুষের চেহারা নিয়েই ভূমিষ্ঠ হয়েছে একটি ভেড়ার শাবক। শুনতে ভৌতিক সিনেমার কাহিনী মনে হলেও, ঘটনাটি সত্যি। মেষশাবকটির থুতনি, ছোট নাক ও মানুষের মতো ঠোঁটের কারণে এটিকে মানুষের মুখ বলে ভুল হতেই পারে। ঠোঁটটি দেখলে মনে হবে শাবকটি হাসছে। কিন্তু, দুঃজনকভাবে শাবকটি মৃত অবস্থাতেই ভূমিষ্ঠ হয়। সিজারিয়ান অস্ত্রপচারটি সফল হয়নি। মা ভেড়াটির খাবারের সঙ্গে মাত্রাতিরিক্ত ভিটামিন এ জাতীয় উপাদান থাকার কারণেও ভেড়াটির চেহারায় এ বিকৃতি আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা।