শুধু খাবারের ছবি নয়, তার গন্ধটাও বন্ধুদের পাঠানো যাবে আইফোনের নতুন ক্যামেরা অ্যাপ্লিকেশন ‘ও-স্ন্যাপ’ দিয়ে। তবে সেই গন্ধ পেতে লাগবে বাড়তি ডিভাইস ‘ও-ফোন’।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড এডওয়ার্ডস ও কয়েকজন ছাত্রের একটি দল মিলে ও-স্ন্যাপ অ্যাপ এবং ও-ফোন ডিভাইস তৈরি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
নিউ ইর্য়কের ‘আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি’ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানান প্রফেসর এডওয়ার্ডস।
নিউইর্য়কে বসে ফ্রান্সের প্যারিস থেকে ‘ও-স্ন্যাপ’ ব্যবহার পাঠানো এক ‘সুগন্ধি মেসেজ’ রিসিভ করে দেখান তিনি, বুঝিয়ে দেন অ্যাপটির ব্যবহার পদ্ধতিও।
ও-স্ন্যাপ দিয়ে কোনো খাবারের ছবি তোলার পর একটি ট্যাগিং মেনু থেকে গন্ধের ‘নোট’ বেছে নিয়ে ছবিটিতে যোগ করতে হবে। একটি ছবিতে সর্বচ্চ ৮টি গন্ধের নোট যোগ করা যাবে। গন্ধযুক্ত এই মেসেজেগুলোকেই বলা হচ্ছে ‘ও-নোট’।
তবে ও-নোট রিসিভ করে গন্ধ পেতে হলে প্রাপকের প্রয়োজন হবে ‘ও-ফোন’, যার মূল্য ১৯৯ ডলার। ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ হচ্ছে আপাতত কেবল ‘আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি’ আর প্যারিসের লা ল্যাবরেটরিতে। কেবল এই দুটি জায়গার ও-ফোনের মাধ্যমে ডাউনলোড করে উপভোগ করা যাবে ও-স্ন্যাপে পাঠানো মেসেজের গন্ধ।
শুরুটা সীমিত পরিসরে হলেও বাণিজ্যিকভাবে ও-ফোন উৎপাদন করতে চাইছেন প্রফেসর এডওয়ার্ডস ও তার দল। এ জন্য প্রয়োজনীয় দেড় লাখ ডলারের তহবিল সংগ্রহ করতে ইন্ডিগোগো ক্যাম্পেইনও শুরু করেছেন তারা।
জুলাই মাস থেকে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে ও-ফোন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী