বিশ্বকাপের টাউটদের গ্রেপ্তার করছে পুলিশ

brasilব্রাজিলের অলিগলি ছেড়ে এবার ফিফা নির্ধারিত হোটেলে উৎপাত শুরু করেছে টাউটরা। ফিফার মার্কেটিং ডিরেক্টর থিয়েরি ওয়েইল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘ফিফা নির্ধারিত হোটেলেই অবাধে প্রবেশ করছে টাউটরা। নির্বিঘ্নে টিকিট বিক্রি করছে। এসব দেখে আমি নিজেই বিষ্মিত হয়েছি।’

বুধবার ব্রাজিলের পুলিশ এরকম দু’জন আটক করেছে। যাদের মধ্যে একজন ফরাসী ভাষায় কথা বলেছেন।

ওয়েইল বলেন, ওই আটকের ঘটনায় প্রায় ৫০টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। তন্মধ্যে ১০টি টিকিট ফিফা অধিভুক্ত ফেডারেশনের জন্য ইস্যু করা হয়েছিল। তবে ফিফার বাণিজ্যিক পার্টনার ও এসোসিয়েশনের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তারা শনাক্ত করতে চাইছেন সুনির্দিষ্ট ব্যক্তিদের, যাদের হাত থেকে টাউটরা টিকিটগুলো পেয়েছে।

তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছি যারা এই টিকিটগুলো গ্রহণ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *