ফিফা বিশ্বকাপের সপ্তম দিনে বুধবার সাওপাওলোর উন্নয়ন পরিকল্পনার চুড়ান্ত কর্মসুচি ঘোষণার দাবিতে অন্তত ৩ হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করেছে।
আন্দোলনকারীরা বলেন, সরকার তাদের দাবি-দাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করার কারণে বিশ্বকাপ চলাকালে বড় ধরনের কোন আন্দোলন কর্মসূচি তারা দিচ্ছে না। তাদের দাবি সরকার যেন প্রতিশ্র“ত উন্নয়ন কার্মকান্ডের সূচি অচীরেই ঘোষণা করে।
অন্যথায় তাদের এই কর্মসুচিতে দেড় লাখ লোক যোগ দেবে। এতে করে বিশ্বকাপ চলাকালে শহরটির ট্রাফিক ব্যবস্থার ব্যাঘাত ঘটতে পারে।
উল্লেখ্য, বিশ্বকাপের জন্য বিপুল অর্থ ব্যয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ব্রাজিলের জনগণ। তাদের দাবি পাবলিক সার্ভিস, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সেবা, শিক্ষা ও আবাসন ব্যবস্থার উন্নয়ন না করে সরকার খেলাধুলার জন্য বিপুল অর্থ ব্যয় করছে, যা তাদের কাছে অপচয়ের সামিল