অনির্দিষ্টকালের রাবী ক্যাপ পরিবহন ধর্মঘট

fany-poribohon-dormokat-311x186ফেনীতে পরিবহন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে সোনাগাজী-ফেনী সড়কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে সিএনজিচালিত রাবী ক্যাপ পরিবহন মালিক সমিতি।

শুক্রবার সকাল থেকে শ্রমিকরা সোনাগাজী-ফেনী মহাসড়কে সকল রাবী ক্যাপ পরিবহন চলাচল বন্ধ করে দেন। এতে দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রীরা।

উপজেলা সিএনজি চালিত রাবী ক্যাপ পরিবহন মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন জানান, অবিলম্বে প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে ধর্মঘট চলতে থাকবে।

তিনি আরো জানান, সোনাগাজী-ফেনী মহাসড়ক রুটে প্রায় একশর মতো রাবী ক্যাপ পরিবহন চলাচল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *