আশরাফুলের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

image_87142_0-311x186বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের শাস্তি কমানো ও তাকে আবারো খেলায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে ‘টিম আশরাফুল’ নামের একটি সংগঠন।

শুক্রবার সকালে ‘আশরাফুলের শাস্তি কমিয়ে দেয়া হোক’, ‘আশরাফুলকে শিগগিরই মাঠে দেখতে চাই’- ব্যানারে আশরাফুলভক্ত কিশোরদের এ সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মিনহাজ রাহী বলেন, “আমরা ক্রিকেট ভক্তরা আশরাফুলের চমৎকার খেলা দেখা থেকে বঞ্চিত হতে চাই না। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই।”

তিনি আরো বলেন, “আমরা মনে করি বাংলাদেশকে দেয়ার মতো আশরাফুলের এখনো অনেক সম্ভবনা আছে। তাকে আবারো খেলার ফিরিয়ে এনে সে সুযোগ দেয়া হোক।”

মানববন্ধনে বক্তারা বলেন, “আশরাফুল অন্যায় করলে তাকে ক্ষমা করে কিংবা শাস্তি কমিয়ে তাকে জাতীয় দলে ফিরিয়ে আনা হোক। ভুল মানুষই করে।”

আশরাফুলকে ‘প্রতিভাবান ক্রিকেটার’ উল্লেখ করে তাকে মাঠে দেখার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুলকে ৮ বছর, শিহাব চৌধুরীকে ১০ বছর, লু ভিনসেন্টকে ৩ বছর ও কৌশল লুকোয়ারাচ্চিকে দেড় বছরের জন্য নিষিদ্ধ করেন ট্রাইব্যুনাল।

বিসিবির ট্রাইবুনালের প্রধান বিচারপতি খাদেমুল ইসলাম এ ঘোষণা দেন। রায় ঘোষণার ১০ দিন পর গত বুধবার বিকেলে গুলশান-২ এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ট্রাইব্যুনালে অভিযুক্তদের চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *