নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ছয় জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার ভোর ৫ টার দিকে ফতুল্লার বাড়ৈরভোগ নূর মসজিদের পাশের একটি বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানিয়েছেন, সকালে ওই বাসাতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর ঘরটিতে তারা আগুন জ্বলতে দেখেন। অগ্নিদগ্ধরা হলেন- আজিজার (৬৫), তার স্ত্রী তরিরন বেগম (৬০), তাদের মেয়ে তানিয়া (১৬), তন্বি (১২), ছেলে তকিরন (৯) ও নাতি মাহমুদা (৭)।