বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৪

accident_benapolবেনাপোলের আমড়াখালি নামক স্থানে শুক্রবার সন্ধ্যা ৬টায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (১৮) নামের ১ যুবক নিহত ও ৪ নারী, শিশু আহত হয়েছে। নিহত যুবক শার্শার পান্তাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

আহতরা হলো- বেনাপোলের ভবারবেড় গ্রামের রুহুল আমিনের স্ত্রী নাছিমা খাতুন(৩২), ডুবপাড়া গ্রামের হেলালের স্ত্রী,মোমেনা ও শিশু সন্তান আফরোজা(২), শার্শার বাগআঁচড়া গ্রামের জব্বারের স্ত্রী হালিমা খাতুন।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, শার্শা বাজার থেকে যাত্রী নিয়ে একটি নসিমন (ইঞ্জিন চালিত যান) বেনাপোলের দিকে আসছিল আর বেনাপোল থেকে একটি মাটি বহনকারী ট্রাক (ময়মনসিংহ-ট-৩৬৪) শার্শার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে আমড়াখালি বাবুল আকতারের ব্রীজের সামনে ট্রাকটির সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী মনির হোসেন নিহতসহ ৪ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও নছিমন আটক করা হয়েছে। তবে কোন চালক আটক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *