পুরুষরা হলো ‘রিজেক্টেড মাল’। আগামী দিনে ওঁরা প্রতিটি ক্ষেত্রে আরও পেছনে পড়বে। ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল এসব মন্তব্য করেছেন। বৃহস্পতিবার একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব বলেন তিনি৷
আনন্দিবেন বলেন, “আগামী দিনে প্রতিটি ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে যাবে মেয়েরা। যে কোনও ক্ষেত্রে মেয়েদের বেছে নিতে কোনও প্রতিবন্ধকতা থাকবে না৷”
মুখ্যমন্ত্রী বলেন, “সব দিক থেকে তারা পুরুষদের হার মানাবে৷ এমন একটা সময় আসবে যখন, পুরুষদের রিজেক্ট করে দেওয়া হবে কম শিক্ষিত বলে।”
এমন বেফাঁস মন্তব্যের ফলে ভারতের সংবাদ মাধ্যম ও রাজনৈতিক মহলে রীতিমত বিতর্ক শুরু হয়েছে।
সূত্র : কলকাতা টোয়েন্টি ফোর।