উইন্ডিজের ১০ উইকেটের জয়

স্বাগতিকদের এই জয়ে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায়।

শুক্রবার পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ৮ উইকেটে ২৫৭ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। আগের দিনের ৪৫ রানের জুটিকে ৯৯ পর্যন্ত নিয়ে যান ওয়াটলিং ও ক্রেইগ।

এই রান করতে ৪৩ ওভার ১ বল খেলেন তারা। ক্রেইগকে উইকেটরক্ষক দীনেশ রামদিনের ক্যাচে পরিণত করে নবম উইকেটের প্রতিরোধ ভাঙেন কেমার রোচ। এরপরও আর বেশিদূর এগোয়নি অতিথিদের ইনিংস।

নিউ জিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ৩৩১ রানে অলআউট  করায় স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯৩ রান।

জবাবে ১৩ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

৮০ রানে অপরাজিত ছিলেন ক্রিস গেইল। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা।

মাত্র ২৮ বলে অর্ধশতক করেন গেইল যায় তার দেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম।

ক্রেইগ ব্রেথওয়েইট অপরাজিত ছিলেন ১৪ রানে। প্রথম ইনিংসে শতকের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৮২, উইলিয়ামসন ৪২, টেইলর ৪৫*; টেইলর ৪/৩৪, বেন ৩/৭৩) ও ৩১১  (ল্যাথাম ৩৬, ম্যাককালাম ৩, উইলিয়ামসন ৫২, টেইলর ৩৬, নিশাম ৭, ওয়াটলিং ৬৬*, রাদারফোর্ড ১৩, সোধি ১৪, সাউদি ১৫, ক্রেইগ ৬৭, বোল্ট ৮*; রোচ ৪/৭৪,  গ্যাব্রিয়েল ২/৬৬, টেইলর ২/৭৩, বেন ২/৭৮)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৬০ (ব্রেথওয়েট ১২৯, ব্রাভো ১০৯, ব্ল্যাকউড ৬৩, এডওয়ার্ডস ৫৫; সোধি ৪/৯৬, বোল্ট ৩/৭৫) ও ৯৫/০ (গেইল ৮০*, ব্রেথওয়েট ১৪*)

ম্যাচ সেরা: ক্রেইগ ব্রেথওয়েইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *