ত্বকির উপর হামলাকারী লিমন আটক, ধর্মঘট প্রত্যাহার

Mymensingh_map_528434423ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকি’র উপর হামলাকারী স্থানীয় লিমনকে (২৩) অবশেষে আটক করেছে পুলিশ। 

রোববার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার নওজোর এলাকার কাশেম টেক্সটাইলের সামনের একটি মেস থেকে তাকে আটক করা হয়।

প্রকৃত অপরাধীকে গ্রেফতারের দাবি পুরণ হওয়ায় ছাত্র ধর্মঘট প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। 

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোন্দকার শাকের আহমেদ আটকের তথ্য নিশ্চিত করে  জানান, আটকের পর লিমনকে কোতোয়ালী মডেল থানায় আনা হচ্ছে। 

এদিকে, লিমনকে গ্রেফতার ও বাঘমারা ছাত্র হোস্টেলে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনসহ বেশ কয়েকটি দাবিতে গত ১৪ জুন থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিল ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ফখরুল ইসলাম জানান, ‘ইতোমধ্যেই আমাদের সব দাবি দাওয়া পূরণ হওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে সোমবার সকাল থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’  

এর আগে গত শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের আনন্দবাজার এলাকা থেকে লিমনের ভাই ওয়াহেদ (২৮) কে পুলিশ আটক করে। ধারণা করা হচ্ছে তার দেয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ রোববার রাতে লিমনকে আটক করে। 

গত ১৪ জুন সকালে শহরের কৃষ্টপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লিমন ও তার লোকজন ত্বকির পিঠে ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

শনিবার দুপুরে ত্বকিকে হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১ টা থেকেই কলেজের শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘটের ডাক দেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন কলেজের শিক্ষকরাও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *