আলোচিত মডেল প্রভা, শখ ও নায়লার বিতর্কিত আড্ডা

ইদানিং ফেসবুকে সেলফি তোলার প্রবণতা একটি বেশিই বেড়ে গেছে। বন্ধু বান্ধবের আড্ডার কিংবা শুধু নিজের সেলফি তুলে অনেকেই আপলোড দিচ্ছেন ফেসবুকে। সেলফির আবেদন এমনিতেই এখন একটু বেশি। আর তা যদি হয় কোনো তারকার সেলফি তাহলে তো তার আবেদন বেড়ে যায় বহু গুণে। কিন্তু একই সেলফিতে যদি থাকে একসঙ্গে আলোচিত-সমালোচিত সুন্দরী তারকা? তাহলে নিশ্চয়ই সেই সেলফি হবে সাড়া জাগানো সেলফি।

মডেল প্রভা, শখ ও নায়লার বিতর্কিত আড্ডা (ভিডিওসহ)

বর্তমান সমায়ের আলোচিত মডেল নায়লা নাইম। খোলামেলা পোশাকের কারণে ইতিমধ্যেই তিনি শোবিজে বিতর্কের কেন্দ্রে রয়েছেন। তার ভক্ত এবং সমালোচক দুটোই আছে। বিনোদন জগতের আরেকজন সমালোচিত অভিনেত্রী প্রভা। নানান স্ক্যান্ডালে নিজেকে জড়িয়ে বার বারই সমালোচিত হয়েছেন তিনি। মডেলিং জগতের আরেকটি জনপ্রিয় নাম হলো শখ। শখও নিজের অনিয়ন্ত্রিত আচরণের জন্য সমালোচিত হয়েছেন অনেকবার। সম্প্রতি এই তিন বিতর্কিত তারকা একসঙ্গে একটি সেলফি তুলেছেন।

নায়লা নাইম সেলফিটি আপলোড করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে। নিজেদের আড্ডার ফাঁকে বিশেষ সেই মূহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সেলফি তুলেছেন এই তিন তারকা। আর সেলফিটি নিজের প্রোফাইলে পোস্ট করে শখকে ট্যাগও করে দিয়েছেন নায়লা নাইম। সাড়া জাগানো এই সেলফি পোস্ট করার সাথে সাথেই নায়লা নাইমের ভক্তরা লাইক ও কমেন্ট দিয়েছেন ছবিটিতে। তিন সুন্দরীর এই সেলফিটি কিছুক্ষণের মধ্যেই সাড়া ফেলে দিয়েছিলো ফেসবুকে।

এর আগে মডেল প্রভা তার বয়ফ্রেন্ড রাজিবের সাথে সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন। এ নিয়ে অভিনেতা অপুর্বের সাথেও তার বিয়ে খুব বেশিদিন টেকেনি।

মডেল নায়লা নাঈম অল্প সময়ের মধ্যে খোলামেলা হয়ে আর্বিভুত হয়ে বিতর্কে চলে আসেন। এখন তিনি প্রায় নতুন নুতন বিতর্কের জন্ম দিয়ে চলেছেন।

মডেল শখও বোপরোয়া জীবন-যাপনের জন্য বারবার বিতর্কের চলে আসছেন। তার বয়ফ্রেন্ড বদল নিয়ে তিনি মিডিয়া বেশি সমালোচিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *