নূর হোসেনকে ফেরত দিতে ইতিবাচক ইঙ্গিত

Nur-hossain-arrestedনারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দিতে পারে বিজেপি নেতৃত্বাধীন ভারতের নতুন সরকার। আজ রোববার দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের আগেই নূর হোসেনকে ফেরত দেবার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাল মোদি সরকার।

২০১৩ সালে স্বাক্ষরিত বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী নূর হোসেনকে ফেরত দেয়া হবে পারে এমন আশ্বাস দিয়ে ওই কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি দেখছি। যদি বাংলাদেশ অনুরোধ জানায়, তাহলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে”।

আগামী ২৫ জুন ঢাকা সফরে আসছেন সুষমা স্বরাজ। নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে বিজেপির সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে সুষমার ঢাকা সফরে নূর হোসেনের বিষয়টি আলোচনায় উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ জুন পশ্চিমবঙ্গ পুলিশ নূর হোসেনকে গ্রেপ্তারের পর ১৯ জুন তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায় ভারত। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ নয়া দিল্লিকে জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *