পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ছয় জন নিহত হয়েছে। বুধবার নাউশেরা এলাকার ইসাখেল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মোহাম্মদ আলী (২০) নামের এক তরুণ ওই পরিবারের সদস্যদের ওপর গুলি চালিয়েছে। গুলিতে চার জন নারী ও দুই বছর বয়সী এক শিশুসহ ছয়জন নিহত হয়। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ওই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দ্য ডন।