এরশাদের উপস্থিতিতেই কাদের-বাবলু দ্বন্দ্ব

jm_kader-311x186প্রেসিডিয়াম সদস্য আর মহাসচিবের দ্বন্দ্বে পণ্ড হয়ে গেছে জাতীয় পার্টির (জাপা) সহযোগী সংগঠন মৎসজীবী পার্টির সভা। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সামনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মহাসচিব জিয়াউদ্দিন বাবুল ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।

এক পর্যায়ে এই দুই শীর্ষ নেতা এক জন অন্যজনের দিকে তেড়ে যান। সরকারের সমালোচনাকে কেন্দ্র করে এই দুই নেতার মধ্যে এই সাংঘর্ষিক পরিস্থিতর সৃষ্টি হয়।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় মৎস্যজীবী পার্টির আলোচনা সভার কর্মসূচি ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তার ছোট ভাই ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

ঘটনার সূত্রপাত হয় জিএম কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে। জিএম কাদের তার বক্তব্যে বলেন, “সরকারে জাতীয় পার্টির অংশগ্রহণ বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির জন্য অনৈতিক, দলের ঘটনতন্ত্র বিরোধী।”

একই সাথে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। ৫ জানুয়ারির নির্বাচন নিয়েও বৈধতার প্রশ্ন তোলেন। এসব বক্তব্যের সময়ই এরশাদের সামনে ক্ষোভ প্রকাশ করতে থাকেন মহাসচিব জিয়া উদ্দিন বাবলু। বার বার বক্তব্যের মাঝে প্রতিবাদ জানিয়ে সভা ত্যাগ করতে চান বাবলু। এ পরিস্থিতিতে নেতাকর্মীরা এসে তাকে সভা না ছাড়ার অনুরোধ করলেও মঞ্চ ত্যাগ করেন বাবলু।

দলের একাধিক সূত্র জানায়, সভা শেষে এরশাদ তাদের দুজনকে ডেকে পাঠান ইনস্টিটিউটের সভাপতির কক্ষে। সেখানেও দুজন তর্কে জড়িয়ে পড়েন। বাবলু তর্কের এক পর্যায়ে জিএম কাদেরকে বলেন, “আপনি তো আমার অধীনস্থ কর্মচারী ছিলেন এতো বড় কথা বলেন কেন।”

পাল্টা জবাবে কাদের তাকে ‘ননসেন্স’ বলেন। এর এক পর্যায়ে একে অন্যকে মারতেও উদ্যত হন। তখন এরশাদ তাদের দুজনকেই ধমক দিয়ে শান্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *