নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে ভোট চলছে

election-commissioner-bangladesh-logo-298x15261-311x186নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ভোটগ্রহণে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি রয়েছে।

ইতোমধ্যে এ আসনের আইন-শৃংখলা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, “নারায়ণগঞ্জ একটি স্পর্শকাতর জায়গা। তাই আমরা সব বিষয়ে কঠোর নজরদারির ব্যবস্থা করেছি।”

নির্বাচনের সার্বিক প্রস্ততির বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “আমরা নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য প্রস্তুত। যেকোনো নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশণা দেয়া হয়েছে।

এদিকে এ আসনের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসি গত ২২ জুন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উপর নজরদারি বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। চিঠিতে শামীম ওসমান, মেয়র সেলিনা হায়াত আইভি ও অন্যন্য গ্রুপের সমর্থকের প্রতি নজরদারির কথাও উল্লেখ করা হয়।

এছাড়া ইসি কয়েকটি অভিযোগের উপর ভিত্তি করে একজন সিআইডি কর্মকর্তাসহ ৪০ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে।

ইসি সূত্র জানায়, এই আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব), এপিবিএন ও ব্যাটলিয়ন আনসার কাজ করবে।

এ আসনের জন্য ১৬টি মোবাইল টিমের সাথে র‍্যাবের পৃথক ১৬টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।

এর পাশাপাশি অপরাধীদের তাৎক্ষণিক সাজা দিতে ৪ জন নির্বাহী ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

সাধারণ ভোটকেন্দ্রে ৪ জন অস্ত্রধারী পুলিশসহ ১৯ জন ও গুরুত্বপূর্ন কেন্দ্রগুলোতে পাঁচজন অস্ত্রধারী পুলিশসহ ২০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তা রক্ষায় কাজ করবে।

৪ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান (লাঙ্গল প্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার (গামছা প্রতীক), নাগরিক পরিষদের প্রার্থী আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এস এম আকরাম (আনারস প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ (চিংড়ী প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৪০৫ জন।  মোট ভোটকেন্দ্র ১৪১টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬৭৪টি।

গত ২৯ এপ্রিল সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *