ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৭ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হবে। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানির লক্ষ্যে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি (ডিএফএস) প্রস্তুতের জন্য টার্ম অব রেফারেন্স (টিওআর) ইতোমধ্যে উভয় দেশের পক্ষে অনুমোদিত হয়েছে। ২০১৭ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুত সহযোগিতার বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়। বাংলাদেশের ভেড়ামারা ও ভারতের বহরমপুরের মধ্যে দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তঃদেশীয় গ্রিড লাইন স্থাপন করা হয়েছে। যে লাইন দিয়ে গত বছরের অক্টোবরে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে।
জ্বালানি আমদানির বিষয়ে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি জানান, জ্বালানির চাহিদা পূরণে ২০১৪ সালের জন্য আবুধাবী ও সৌদি আরব থেকে ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য বাংলাদেশে আনুমানিক ৯ হাজার ৭৬৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হতে পারে।