‘যতটুকু অর্জন সব আওয়ামী লীগের’- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

sheikh-hasina-prime-minister-of-bangladesh-awami-league-presedent-SwadeshNews24আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাঙালি জাতির জীবনে যতটুকু প্রাপ্তি তার সবটুকুই আওয়ামী লীগের কাছ থেকে পাওয়া। ১৯৫০ সালের ঠিক ২৩ জুন আওয়ামী লীগের জন্ম হয়। আওয়ামী লীগের জন্মই হয়েছে স্বাধীনতার জন্য। তারা সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছিলো। তার মূল কান্ডারি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”

আওয়ামী লীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনার সভার শেষ দিন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি মঞ্চে আসেন।

এর আগে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

এদিকে এ আলোচনা সভা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে শোভযাত্রা, খণ্ড খণ্ড মিছিল নিয়ে শুক্রবার দুপুর থেকেই দলের নেতা-কর্মীরা সেখানে আসতে শুরু করেন।

সভাস্থলের আশপাশে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি।

নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় ‍ঢাক-ঢোলসহ বিভিন্ন বাজনা বাজিয়ে সভাস্থলে প্রবেশ করছে। অনেকে রমনার কালিমন্দির গেট দিয়ে সভাস্থলে প্রবেশ করছে।

মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং আ’লীগের অন্য নেতারা।

এ সময় সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় প্রচ‍ুর সংখ্যক নেতা-কর্মীর ভিড় লক্ষ্য করা যায়। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সভাস্থল ও এর আশপাশ ঘিরে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *