ঢাকা: ঢাকার কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের দরিদ্র ও মেধাবী ২৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে বৃত্তি বাবদ ১৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা তুলে দেওয়া হয়।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান ও বিশেষ অতিথি ব্যাংকের পরিচালক আলহাজ আব্দুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ এ জেড এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ব্যাংকের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনের জোনাল হেড মনির আহমদ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও গত শুক্রবার ব্যাংকের উদ্যোগে ‘তোমার হাতেই তোমার ভবিষ্যত’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয় ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৪’।
অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় ব্যাংকের ১০৫টি অনলাইন শাখায় স্কুলগামী ছাত্রছাত্রীদের বিশেষ ব্যাংকিং সেবা দেওয়া হয়।