শিশুদের জন্য ‘কিডস ট্যাবলেট’

Havit_Kids_sm_SwadesHNews24মনকাড়া রঙ আর আকর্ষনীয় ডিজাইনে তৈরি হ্যাভিট ব্র্যান্ডের এইচভি টি-৭১০ মডেলের কিডস ট্যাবলেট এখন দেশের বাজারে। বাচ্চাদের ব্যবহার উপযোগী এ ট্যাবটি এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস।

ডুয়াল কোর প্রসেসর, ৫১২ এমবি ৠাম যুক্ত ট্যাবটির বিশেষ সুবিধায় রয়েছে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, পেরেন্টাল কন্ট্রোল, বুক রিডার, পেইন্টিং, গেমিং সহ নানা সুবিধা। পণ্যটিতে ৮ জিবি ষ্টোরেজ মেমোরি সহ বাড়তি মেমোররি জন্য পাওয়া যাবে মাইক্রো এসডি কার্ড স্লট। এছাড়া ফটোগ্রাফির জন্য  ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগে আছে ওয়াইফাই।

এক বছরের  বিক্রয়োত্তর সেবাসহ কিডস ট্যাবলেটটির দাম পড়বে ছয় হাজার ৮‘শ টাকা। কম্পিউটার সিটির সকল শোরুমে পণ্যটি পাওয়া যাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *