তারা ঢালিউডের শীর্ষে অবস্থান করছেন। দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। এবার ঈদ উপলক্ষে আরটিভির আড্ডাতে একসঙ্গে উপস্থিত হয়েছেন তারা। এরা হলেন চিত্রনায়ক শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা ববি। ‘মোমেন্ট উইথ স্টারস’ নামে এ আড্ডার অনুষ্ঠানে তারা কথা বলেছেন সিনেমা, ক্যারিয়ারসহ ব্যক্তিগত নানা বিষয়ে। শাকিবের সঙ্গে জুটি প্রসঙ্গে অপু বলেন, জুটি প্রথার চল দীর্ঘদিন আমাদের চলচ্চিত্রে চলে আসছে। সে ধারাবাহিকতায় শাকিব ও আমার জুটিটা দর্শক লুফে নিয়েছে। প্রায় আট বছর ধরে শাকিবের সঙ্গে আমার ৪৫টিরও বেশি সিনেমা ব্যবসা সফল হয়েছে। বিয়ে কবে করছেন- এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, তিন বছরের মধ্যে বিয়ে করবো। অন্যদিকে ববি ও অপু বিশ্বাস দু’জনেই বলেন, পাঁচ বছরের আগে বিয়ে নয়। আড্ডার এ অনুষ্ঠানে শাকিব খানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বেছে নিতে বলা হয় অপু বিশ্বাস ও ববিকে। কিন্তু শাকিব খান ভুল করে অপুর জায়গায় ববি আর ববির জায়গায় অপুকে বেছে নেন। চোখ খুলে দেয়ার পর শাকিব তার ভুলের জন্য লজ্জার হাসি দেন। এরকম নানা গেমস আর না বলা অনেক কথা থাকছে ‘মোমেন্ট উইথ স্টারস’ অনুষ্ঠানে। সুমন মাহমুদের প্রযোজনায় এবং মডেল ও অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদের অনুষ্ঠানমালায়।