ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

economyব্যাংকিং খাতে জালিয়াতি নিয়ে এমপিদের সঙ্গে সঙ্গে মিডিয়াগুলোও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তারা এ ব্যাপারে সচেষ্ট হওয়ার কথা বলছেন। তাদের দাবিগুলো যৌক্তিক। তাই এগুলো আমলে নিয়ে জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ব্যবস্থা অব্যাহত থাকবে। গতকাল দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের নির্দিষ্টকরণ বিলের ওপর আনা ৮ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের জবাবদানকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। এর আগে স্বতন্ত্র এমপি রুস্তম আলী ফরাজী ব্যাংক ও আর্থিক খাত বিভাগে প্রস্তাবিত বরাদ্দ কমানোর প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে মাঝেমধ্যেই জালিয়াতির ঘটনা ঘটে থাকে। সমপ্রতি সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনা ঘটেছে। ব্যাংকিং খাতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জালিয়াতি বন্ধে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, অতীতে কেউ এসব কথা চিন্তাই করতে পারেনি। এ সরকারের আমলেই প্রথমবারের মতো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালককে বিচারের কাঠগড়ায় আনা হয়েছে। তিনি বলেন, বেসিক ব্যাংকে জালিয়াতির জন্য ওই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে ডিসমিস করা হয়েছে। এ ছাড়া বেসিক ব্যাংকের পুরো পরিষদকে নতুনভাবে গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এটা দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *