ব্যাংক হলিডের কারণে আগামীকাল দেশের উভয় পুঁজিবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে বুধবার থেকে যথারীতি লেনদেন চলবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর অর্থবছরের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) হিসাব-নিকাশ শেষে আগামী ১লা জুলাই বরাবরের মতো ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকায় আর্থিক লেনদেন সম্ভব হবে না। এ জন্য এ দিন দেশের উভয় পুঁজিবাজারে লেনদনও বন্ধ থাকবে।