নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের একটি জনাকীর্ণ বাজারে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। হামলায় কয়েকটি যানবাহন ব্যবহৃত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নিহতদের অধিকাংশই বয়স্কা নারী। হামলার সময় বাজারে তারা লেবুর সরবৎ ও বাদাম বিক্রি করছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে ২১ জনের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বোমায় বীভৎসভাবে পুড়ে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় বাকিদের পরিচয় বের করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষ কট্টরপন্থী সংগঠন বোকো হারামকে এ হামলার জন্য দায়ী মনে করছে। বাজারের বহু স্টল, মালামাল ও যানবাহন এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। উদ্ধার কাজ পরিচালনার সময় নতুন করে হামলার আশঙ্কাও ছিল। এ বছরের এপ্রিলে ২ শতাধিক স্কুলছাত্রী অপহরণ করে সংগঠনটি সারা বিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়।