নেইমার (২২) বললেন, মারাকানা স্টেডিয়ামে বন্ধু মেসির (২৭) হাতে বিশ্বকাপ ট্রফি শোভা পেলেই তিনি খুশি হবেন। তার মতে, মেসিই বিশ্বকাপ ট্রফি জয়ের যোগ্য দাবিদার। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে মেসির প্রতি এভাবেই শুভকামনা জানালেন নেইমার। বার্সেলোনায় মেসির সতীর্থ লিওনেল মেসি। দু’জনেই তাদের নিজ নিজ দেশের মহাতারকা। তাদের ছাড়া মাঠে নামার কথা ভাবতেই পারে না ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-জার্মানি সেমিফাইনাল ম্যাচটিই তার সবচেয়ে বড় উদারহণ। ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হলেও, মেসিকে বরাবরই সম্মান দিয়ে কথা বলেছেন নেইমার। আবারও বললেন।