এবার সাদাকাতুল ফিতরা ৬০ টাকা

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) পক্ষ থেকে চলতি বছর সাদাকাতুল ফিতরার পরিমাণ মাথাপিছু ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের সাদাকাতুল ফিতরার বর্তমান বাজারমূল্য নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

sodga_60tk_bangladesh_swadeshnews24বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- মুফতি শিব্বির আহমাদ মাহবুর, মুফতি হাবীবুল্লাহ মিসবাহ, মুফতি রফীউদ্দীন, মুফতি ইয়াহইয়া, মুফতি তাওহীদুল ইসলাম, মুফতি হুসাইন আহমাদ, মুফতি আনোয়ার হুসাইন প্রমুখ।

বেফাকের প্রচার বিভাগের দায়িত্বশীল মুহাম্মাদ আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১ কেজি ৬৩৫ গ্রাম গমের বাজার মূল্য হিসেবে জনপ্রতি ফিতরা ৬০ টাকা ধার্য করা হয়।

উল্লেখ্য, গম ছাড়াও খেজুর, কিসমিস, পনির ও যবের বাজার মূল্য দিয়েও সাদাকাতুল ফিতরা আদায়ের নির্দেশনা হাদীস শরিফে উল্লেখ রয়েছে। তবে এসব খাদ্যপণ্যের ৩ কেজি ২৭০ গ্রামের বাজার মূল্য হিসাব করে আদায় করতে হবে। তাই, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটির বাজার মূল্য দিয়েই যে কেউ ইচ্ছে করলে ফিতরা আদায় করতে পারে। সেক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী তুলনামূলক বেশি বাজার মূল্যের খাদ্যপণ্যকে আদর্শ ধরে ফিতরা আদায় করা উত্তম।

দেশের বিভিন্ন বাজার মূল্যে তারতম্য হতে পারে। তাই, যে কোনো বাজার মূল্য হিসাব করে আদায় করলেও ফিতরা আদায় হয়ে যাবে। এখানে শুধু ঢাকার বজার মূল্য সংগ্রহ করে হিসাব করা হয়েছে। নিচে বাজারমূল্য দেয়া হলো-

১. খেজুর ৭০/- টাকা কেজি বাজার দরে মাথাপিছু ২৩০/- টাকা
২. খেজুর ৪৮০/- টাকা কেজি বাজার দরে মাথাপিছু ১৫৭০/- টাকা
৩. খেজুর ১০০০/- টাকা কেজি বাজার দরে মাথাপিছু ৩২৭০/- টাকা
৪. কিসমিস ৩৭০/- টাকা কেজি বাজার দরে মাথাপিছু ১২১০/- টাকা
৫. পনির ৪৫০/- টাকা কেজি বাজার দরে মাথাপিছু ১৪৭০/- টাকা
৬. যব ১৮০/- টাকা কেজি বাজার দরে মাথাপিছু ৫৮৮/- টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *