ঢাকা মহানগর ২১০০ রেটিং দাবা

chees_sm_639262245ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ঢাকা মহানগরী দাবা প্রতিযোগিতা অনুর্ধ্ব-২১০০ রেটিং এর খেলা বুধবার থেকে শুরু হবে। ২১০০ নীচে বা রেটিংবিহীন দাবা খেলোয়াড়দের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত করেছে ফেডারেশন।

প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ১৬জন খেলোয়াড় ৪০তম জাতীয় দাবার প্রাথমিক পর্বে খেলার সুযোগ পাবেন। রেটিং বাড়াতে আগ্রহী খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যে এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনে নাম নথিভুক্ত করতে হবে।

অন্য দিকে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্পেনের বার্সেলোনায় ১৬তম অর্বিট ইন্টারন্যাশনাল সেন্ট মারটি দাবায় অংশ নিচ্ছেন। টুর্ণামেন্টের প্রথম খেলায় জিয়া চিলির ফিদে মাস্টার কর্টেস ওরিহুয়েলা জাভিয়ারের কাছে হেরে যান। ২৯ দেশের ১৩জন গ্র্যান্ড মাস্টার, ১জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৩জন আন্তর্জাতিক মাস্টারসহ ১১০জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *