ঢাকা: ফিজিক্যাল চ্যালেঞ্জ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিরিজ জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট দল। ভারতের আগ্রার ডিজেবল স্পোর্টিং সোসাইটির বিপক্ষে সিরিজ জিতে নেয় মহসিন ও তার দল।
গতমাসের ১৯ তারিখে ভারতের আগ্রার উদ্দেশ্যে দলটি ঢাকা ত্যাগ করে। সেখানে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহন করে। অসাধারণ পারফর্ম করে এ দলটি ২-১ এ সিরিজ জিতে ২ জুলাই দেশে ফেরে।
দলটির অধিনায়ক ও মূল অর্গানাইজার মোঃ মহসিন জানান, ‘তিন ম্যাচের সিরিজ খেলার উদ্দেশ্যে আমরা এগারো জনের একটি দল নিয়ে কলকাতায় যাই। সেখান থেকে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করি। পরে আমাদের দলে আরো দু’জন যোগ দেয়। আমরা ২-১ এ সিরিজ জয় করি।’
মূলত শারীরিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়াদের নিয়ে গঠিত হয় ফিজিক্যাল চ্যালেঞ্জ টিম। এ দলটি গোয়ালিয়রে হওয়া তাদের প্রথম ম্যাচে ১৫ রানে হেরে যায়। পরের ম্যাচে (ফরিদাবাদে) ঘুরে দাঁড়িয়ে এক উইকেটের জয় তুলে নেয় দলটি। আর সর্বশেষ ম্যাচে আগ্রার আর্মি স্টেডিয়ামে চার উইকেটে ম্যাচ জিতে নেয় মহসিনরা।
দলের প্রেসিডেন্ট আব্দুস সালাম আগামীকাল তার দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এই দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং অভিনন্দন জানাবেন।