ব্রাহ্মনবাড়িয়া শহরের কলেজ পাড়ায় দুর্বৃত্তরা এক প্রবাসীকে গলাকেটে হত্যা করেছে। নিহতের নাম আল আমীন চৌধুরী (৩৫)। পুলিশ জানায়, আজ বিকাল ৫টার দিকে কে বা কারা আল আমিনের ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করে কাথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়। সাড়ে ৫টার দিকে তার স্ত্রী মাজেদা বেগম ঘরে এসে এ অবস্থা দেখে চিৎকার শুরু করলে পাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মাজেদা বেগম জানান, গত তিন মাস আগে আল আমীন দুবাই থেকে দেশে ফিরে আসেন। দ্ইু মাস আগে কলেজ পাড়ার এই বাসা ভাড়া নেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোস জানান হত্যার কারণ স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।