ঝালকাঠির নলছিটিতে শাহবানু বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মাদারঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
শাহবানু বেগম মাদারঘোনা গ্রামের বারেক হাওলাদারের স্ত্রী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুরে স্থানীয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে শাহবানুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।