শ্রোতাদের মনে সাড়া জাগিয়েছে লুৎফর হাসানের ‘জোনাকিরা’!

lutfor hassan_swadeshnews24সাইমুর, স্বদেশ নিউজ ২৪ ডট কম: জনপ্রিয় কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার  লুৎফর হাসান তার সেই ঘুড়ি তুমি কার আকাশে উড়ো গানের মধ্য দিয়ে সকল শ্রেুাতা ও ভক্তদের মনের আকাশে সর্বদা উড়ছেন। তার গাওয়া গান, তার লেখা গানের কথা ও সুর সবার মন জয় করেছে।  ঈদ এ প্রকাশিত লুৎফর হাসানের  তৃতীয় একক ‘জোনাকিরা’ এসেছে জি সিরিজ থেকে।  শ্রোতাদের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে লুৎফর হাসানের ‘জোনাকিরা’ ।  লুৎফর হাসানের গাওয়া এবারের গানগুলোতে অরিজিনাল লুৎফর হাসানকে পাওয়া যাবে। দিকভ্রান্ত লুৎফর হাসান এখানে পুরোই অনুপস্থিত। তাই ব্লু টুথ আর ডাউনলোড নয়, অরিজিনাল সিডি কিনেই গান শুনুন প্লিজ।  লুৎফর হাসান হলফ করে বলেছেন – সবগুলো অ্যালবামই পরিচ্ছন্ন। ঠকবার কোনও সম্ভাবনাই নাই। তিনি সম্প্রতি একটা ঘটনা শেয়ার করলেন- যশোর থেকে কবি ও নাট্য পরিচালক লিখন মালাকার এর ফোন – এই মাত্র আপনার ‘জোনাকিরা’ কিনলাম। জি-সিরিজের মিডিয়া ম্যানেজার সুমন মোস্তফার সাথে কথা বলে জানা গেল জোনাকিরা এলবামের ব্যাপক সাড়া জাগানোর গল্প।  সম্প্রতি রেডিও স্বদেশ ডট নেটের প্রতিষ্ঠাতা এবং সিইও সাইমুর রহমানের সাথে সাক্ষাতে জনপ্রিয় কন্ঠশিল্পী লুৎফর হাসান জানান তার জোনাকীরা এলবামের সফলতার কথা। প্রচুর সাড়া পাচ্ছে তার এই এলবাম। জনপ্রিয় সোসাল সাইট ফেসবুক-এ তার এই এলবামের জয় জয়কার।  জোনাকিরা ইতোমধ্যে ঢাকার বাইরে পৌঁছে গেছে। জি  কবিদের কবিতা গানে গানে ক্যামন লাগে, শুনতে হলে অরিজিনাল সিডি কিনে শুনুন প্লিজ। এই অনুরোধ আমার বা আমাদের ভিক্ষাবৃত্তি নয়। শুদ্ধ বাংলা গান শুনে দেখবার জন্য স্বতঃস্ফূর্ত মিনতি মাত্র। একটা বেনসন সিগারেট এর মুল্য দশ টাকা। পাঁচখানা সিগারেট এর মুল্যে একটা অ্যালবাম কেনা যায়। শুধু জোনাকিরা নয়, আপনার ঈদ এর শপিং তালিকায় আরও কিছু পছন্দের অ্যালবাম যোগ হোক, এই প্রত্যাশা। আসুন, নির্দিষ্ট দিনে দেশাত্মবোধে গদগদ না হয়ে, প্রতিবেলা দেশকে ভালবাসতে শিখি। পাইরেসিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অরিজিনাল সিডি কিনে বাংলা গানের পৃথিবীকে বাঁচাই। এটাও দেশাত্মবোধেরই অংশ। জয় হোক বাংলা গানের। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *