নূর হোসেনের গাড়িচালক ৭ দিনের রিমান্ডে

7-kill-311x186নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়ির চালক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপম এ আদেশ দেন।

গোয়েন্দা পুলিশ আটক মিজানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে বিচারক সাত দিনের হেফাজত মঞ্জুর করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল জানান, পটুয়াখালী শহরের সদর রোড প্রেস ক্লাবের সামনে থেকে শনিবার দুপুরে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব-৮।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহৃত হন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার চার সহযোগী। একই সময়ে আইনজীবী চন্দন সরকার তার গাড়িচালকসহ অপহৃত হন।

এ ঘটনার তিন দিন পর গত ৩০ এপ্রিল ৬ জনের এবং ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠে।

এদিকে নিহত নজরুল ইসলামের পরিবার এই হত্যাকাণ্ডে র‍্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ করে। এরপর র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *