চীনের দক্ষিণে তিব্বতে পর্যটকবাহী একটি বাসের সাথে অন্য দুটি বাসের সংঘর্ষে রাস্তার পাশে খাদে পড়ে ৪৪ জন পর্যটক নিহত হয়েছেন।
চীনের বার্তা সংস্থা জিনহুয়া জানায়, বাসটি রাস্তা থেকে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। সংস্থাটি জানায়, বাসটি অন্য দুটি বাসের সাথে সংঘর্ষের কারণে এটি খাদে পড়ে যায়।
শনিবার স্থানীয় সময় ১৬:২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত দুইটা) চীনের নিমো কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এটি হাসা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে।
চীনের বেশির ভাগ কাউন্টির সড়কই বিপদসঙ্কুল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা মৃতদেহ ও বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন।