ঝিনাইদহের শৈলকুপায় আজ বজ্রপাতে কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন শৈলকুপা উপজেলার ধলহর চন্দ্রগ্রামের মোজাফফর মোল্লার ছেলে শফিক মোল্লা (৫০) নামে এক কৃষক ও একই উপজেলার লক্ষনদিয়া গ্রামের গেন্দা বিশ্বাসের ছেলে ও কলেজ ছাত্র টিটন বিশ্বাস (২২) ।পুলিশ জানায়, আজ দুপুর ৩টার দিকে কৃষক শফিক নিজ ক্ষেতে ধান রোপন করছিল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে প্রচন্ড শব্দে বজ্রপাত তার গায়ে উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই কৃষক শফিক মারা যান।
অপরদিকে দুপুর সাড়ে তিনটার দিকে কলেজ ছাত্র টিটন বাড়ীর পাশে কাজ করছিল। এসময় প্রচন্ড জোরে একটি বজ্রপাত তার শরীরের উপর পড়লে সাথে সাথে তার মৃত্যু ঘটে।