ঢাকা: জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যে জন্মদিন পালনের দায়ে তার বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্ট শোকে আচ্ছন্ন থাকে জাতি। সে দিন কেক কেটে জন্মদিন পালন করেন বিএনপির নেত্রী খালেদা জিয়া। এটা তার জঘণ্য ও অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। জন্মদিন জালিয়াতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
এ সময় ড. হাছান প্রমাণ হিসেবে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বেগম জিয়ার ভিন্ন ভিন্ন জন্মদিনের তারিখের কাগজপত্র দেখান।
সাবেক এ মন্ত্রী বলেন, মার্চ ফর ডেমোক্রেসির ডাকে নিজ দলের নেতাকর্মীরা সাড়া দেয়নি বলে তিনি (খালেদা) এখন জামায়াতের লোকজনদের ওপরে আস্থা রাখছেন।
ন্যাপের সভাপতি মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল,সাবেক রাষ্ট্রদূত মোমতাজ হোসেন,বলরাম পোদ্দার,অরুণ সরকার রানা, এমএ করিম ও জিন্নাত আলী প্রমুখ।