জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি এখন ল্যাবএইড হাসপাতালে

ন্যান্সিউন্নত চিকিৎসার জন্য জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

১৬ আগস্ট রোববার দুপুরে তাকে ল্যাবএইডে নেওয়া হয়। হাসপাতালে তার সঙ্গে ছোটভাই জনি ও পরিবারের অন্যান্য সদস্য আছেন। 

ল্যাবএইডে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ন্যান্সিকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এর আগে রাতে অবস্থার কোনো উন্নতি না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকায় আনা হয় ন্যান্সিকে। 

এর আগে শনিবার রাত ৮টার দিকে নেত্রকোনায় ন্যান্সির বাবার বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন! আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। 

এরপর অবস্থার অবনতি হলে নেত্রকোনা আইডিয়াল হসপিটাল লিমিটেডের একটি অ্যাম্বুলেন্সে করে মমেক হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *