আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ ফিলিস্তিনীদের উপর ইহুদীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে শনিবার দুপুরে জেলা বিএনপি কাযালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে ২০ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অ্যাড. মিজানুর রহমান মিজান, মমতাজুল ইসলাম খামারী, আব্দুল কাফি মন্ডল, শাকিল ইসলাম পাপুল, আলমগীর সাদুল্যা দুদু, ডাঃ আব্দুল হামিদ, রফিকুল ইসলাম নয়া, অ্যাড. হানিফ বেলাল, আবুল কালাম আজাদ, শাহীন মাহমুদ, রফিকুল ইসলাম, সাজেদুর রহমান সাজু, বেলাল হোসেন ইউসুফ, বিপুল কুমার দাস, অ্যাড. শাহনেওয়াজ খান, অ্যাড. সোহেল, খান মো. কাওসার সুজন প্রমুখ।