ভারতের বিহারে ট্রেনের ধাক্কায় একটি অতিরিক্ত যাত্রীবোঝাই অটোরিকশার ২০ যাত্রী প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ৮টি শিশু ছিল। নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিল বলে জানা গেছে। ওই পরিবারের আরও দুই সদস্য এ দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বিহারের পূর্ব চম্পারন জেলার সেমরা এবং সুগৌলি রেল স্টেশনের মধ্যবর্তী একটি ক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। চিকনৌতা গ্রামে রেল ক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যানের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেরাদুনগামী রপ্তি গঙ্গা এক্সপ্রেস দ্রুতগতিতে অগ্রসর হচ্ছিল। এ সময় রেল ক্রসিং বারটি না ফেলায় অসতর্কতায় লাইনের ওপর উঠে পড়ে অটোরিকশাটি এবং ট্রেনের ধাক্কায় অনেকটা দূরে ছিটকে পড়ে। কয়েকটি মৃতদেহ ছিন্নভিন্ন ও বিকৃত হয়ে যাওয়ায়, সেগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ট্রেনটির ধাক্কায় কয়েক মিটার দূরে গিয়ে পড়ে অটোরিকশাটি এবং ঘষতে ঘষতে আরও দূরে নিয়ে যায়। বিহারের মুখ্যমন্ত্রী জিতান রাম মাঝি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত ওই পরিবারের প্রতি সদস্যের জন্য মাথাপিছু দেড় লাখ টাকা দেয়ার আশ্বাস দেন তিনি।