ওবামার সঙ্গে নৈশভোজে মোদির উপবাস

43836_modiমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসে নৈশভোজে অংশগ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, হিন্দু ধর্মের রীতি অনুযায়ী উপবাস পালন করছিলেন তিনি। ধর্মীয় রীতি অনুযায়ী, বছরের এ সময়টাতে ৯ দিন উপবাস পালন করেন মোদি। সে কারণে চা ও লেবুর শরবৎ ছাড়া অন্য কিছু মুখে তোলেননি মোদি। মোদিকে গুজরাটি ভাষায় ‘কেম ছো’ বা কেমন আছেন বলে কুশল বিনিময় করেন ওবামা। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও দুই কন্যা এ নৈশভোজে অংশ নেননি। এদিকে আজ ওবামা ও মোদি দ্বিপক্ষীয় ও বৈশ্বিক নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নেবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে ওবামা ব্যক্তিগতভাবে নৈশভোজের আয়োজন করেন এবং দুই দেশের ২০ জন প্রতিনিধি এতে অংশ নেন। মার্কিন প্রতিনিধিবর্গের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেনির ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস। ভারতের প্রতিনিধিবর্গের মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত দোভালসহ গণ্যমান্য ব্যক্তিরা। হোয়াইট হাউস প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *