শেষ প্রান্তে অপু বিশ্বাস

এবারের ঈদে একসঙ্গে তিনটি ছবি মুক্তি পাওয়ায় ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন অপু বিশ্বাস। হাতে এখন তেমন একটা ছবি নেই। যে দু-তিনটি আছে তা শেষ হবে কিনা সেটাও অনেকেই জানেন না। এর মধ্যে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা হ্যান্ডসাম’ এবং জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মন পাইলাম না’। দুটি ছবির কাজ খুব একটা এগোয়নি। হাতে উল্লেখ করার মতো ছবি হচ্ছে এফ আই মানিকের ‘দুই পৃথিবী’ ও জি সরকারের ‘ভালবাসা ২০১৪’। এর বাইরে শাকিব খানের সঙ্গে দু-একটি ছবি থাকলেও থাকতে পারে, যেগুলোর নাম শাকিব-অপুর ঘনিষ্ঠজনেরাও মনে করতে পারলেন না। যেহেতু শাকিব ছাড়া অপু আর কারও সঙ্গেই অভিনয় করেন না, সেহেতু শাকিব খান যেসব ছবিতে এখন অভিনয় করছেন সেগুলোর অধিকাংশতেই নতুন কোন নায়িকা। শুধু ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’-তে শাকিব খানের নায়িকা জনপ্রিয় জয়া আহসান। এছাড়া ‘ধূমকেতু’-তে পরীমণি, ‘মেটাল’-এ আঁচল রয়েছেন। অপুর সঙ্গে খুব একটা ছবি নেই। কারণ, অল্প সময়ে একসঙ্গে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। হিট সুপার হিটও হয়েছে অনেক ছবি। একই ধরনের গল্প, মেকাপ-গেটআপ আর অভিনয়ে নতুনত্ব না থাকায় দর্শকদের পছন্দের তালিকা থেকে দ্রুত সরে যান। এবারের ঈদে শাকিব খানের তিন ছবির নায়িকাই অপু বিশ্বাস। দর্শকদের কাছে একই রকম বলে মনে হচ্ছে- এমন দাবি ব্যবসায়ীদের। একদিকে অন্য কোন নায়কের সঙ্গে অপুর কোন ছবি নেই, অন্যদিকে শাকিব খান আছেন নতুনদের নিয়ে। অন্য নায়কদের তুলনায় বক্স অফিসে অবস্থান শক্ত থাকায় শাকিব খান টিকে আছেন। কিন্তু ছবি না থাকায় অপুর টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। নতুন ছবির সংখ্যা যদি না বাড়ে তাহলে ২০১৫-এর মধ্যে অপুর ফিল্ম ক্যারিয়ার থমকে যেতে পারে বলে চলচ্চিত্রবোদ্ধারা আশঙ্কা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *