1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী বনশ্রী এখন রাস্তায় ফুল বিক্রেতা! - Swadeshnews24.com
শিরোনাম
ঈদে ইজি ফ্যাশনে নান্দনিক পাঞ্জাবি ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির প্রতিটা নিঃশ্বাস যেন খুঁজছে তোমায়: পূজা চেরি প্রযোজককে এসিড নিক্ষেপের হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে জিডি ছেলেদের সৌন্দর্য কিসে, জানালেন জায়েদ নিপুণের আবেদনে পেছাল ভোটের তারিখ, অসন্তুষ্ট মিশা ফরজ গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে? ৫৬ সেকেন্ডের ভিডিও, কোন সম্পর্কের ইঙ্গিত দিলেন বুবলী-রাজ রোজা রাখলে পাবেন ৫ উপকার ‘রিয়াজ এখন নিপুণের চামচা হয়ে গেছে, এটা খুব কষ্টের’ মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের বেশি কথা বললে সব রেকর্ড ফাঁস করে দেব: পররাষ্ট্রমন্ত্রী ‘খালেদা জিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা’ রিজভীর ভারতীয় চাদর ছুড়ে ফেলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের বুর্জ খলিফায় শাকিবের সিনেমার প্রচারে ব্যয় কত?

এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী বনশ্রী এখন রাস্তায় ফুল বিক্রেতা!

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ১৩৫৫ Time View

banasree_actor_flower_swadeshnews24

গোলাম রাব্বানী, ঢাকা:  এক বন্ধুকে বলছিলাম বনশ্রীকে খুঁজে পাচ্ছি না। বন্ধুটা রসিকতা করে জবাব দিলো ‘রামপুরা টেলিভিশন ভবনের কাছে গিয়ে রিকশা নিয়ে বনশ্রী চলে যান’। রামপুরা যেতে হয়নি কষ্ট করে, ঢাকার শাহবাগেই খুঁজে পাওয়া গেল বনশ্রীকে।

দুদিন ধরে শহরে কি এক অদ্ভুত দুষ্টু বৃষ্টি হচ্ছে। যেন ফোটা ফোটা কুয়াশা পরে। একেই হয়তো বলে শীত বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে ২৭ অক্টোবর সকালে হাজির হই শাহবাগের ফুল মার্কেটে। খোঁজ পাওয়া যায় এখানেই এখন ফুল বিক্রি করেন বনশ্রী। হলদে গাদা, লাল গোলাপ,  সাদা দোলনচাঁপা, রজনীগন্ধা, বেলি, সহ নানা ফুল ঘেরা পরিবেশে বসে আছেন বনশ্রী।

শুধু নামটাই বলছি তার পরিচয়টা বলা হলো না। বনশ্রী বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় এবং পরিচিত এক অভিনেত্রীর নাম। বাবা মার হাত ধরে ৭ বছর বয়সেই শিবচর থেকে ঢাকায় আসেন। বাবা ঠিকাদারি কাজ করতেন। দুই বোন আর এক ভাই তারা। বনশ্রী ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চার মধ্যে ছিলেন। উদীচীর সঙ্গে জড়িত ছিলেন। ভালো গান করতেন। অভিনয় শেখার জন্য সুবচন নাট্য সংসদে যোগ দেন, মহিলা সমিতি মঞ্চের দর্শকের কাছেও পরিচিত মুখ বনশ্রী। তারপর বিটিভির ‘স্পন্দন’ অনুষ্ঠানে নিয়মিত আবৃত্তি করেছেন। প্রায় দশটির মত বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছিলেন তিনি।

এরপরই চলচ্চিত্রে পা রাখেন। ‘সোহরাব-রুস্তম’ চলচ্চিত্রটির মাধ্যমে তার বাংলা ছবির দুনিয়ায় অভিষেক হয়। আর প্রথম ছবিতেই  হিরো ছিলেন ইলিয়াস কাঞ্চন। এসব গল্প শুনছিলাম বনশ্রীর মুখে, ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে।

এরপর তিনি ‘নেশা’, ‘মহাভূমিকম্প’, ‘প্রেম বিসর্জন’, ‘ভাগ্যের পরিহাস’ নামের চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন। তিনি বলেন, ‘চলচ্চিত্রে যখন কাজ শুরু করি তখন থেকেই আমার টার্গেট ছিল জনপ্রিয় হিরোদের সঙ্গে কাজ করবো। তাই আমি মান্না, অমিত হাসান, রুবেল এদের নায়িকা হয়ে কাজ করেছি।’

নিষ্ঠুর দুনিয়া নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। একসময়কার ব্যস্ততম অভিনেত্রী এখন ফুটপাতে বসে ফুল বিক্রি করেন। কেন এই ফুল বিক্রি? এবার বনশ্রী বলেন, ‘দেখুন আমি এর আগে বাসে বাসে বই বিক্রি করে সংসার চালাতাম। সংসার বলতে আমি আর আমার সাড়ে তিন বছরের ছেলে আপন [মেহেদী হাসান আপন]। কিন্তু ছেলেকে কোলে নিয়ে বাসে বাসে বই বিক্রি করাটা কষ্টের। এত কষ্ট আমি সয্য করতে পারছিলাম না। তাই ছেলেকে এতিম খানায় দিয়ে, এখন ফুল বিক্রি করছি। আমি যখন নায়িকা ছিলাম তখন প্রায় প্রতিদিনই ঢাকা ক্লাবে আসতাম কাজ না থাকলে। সেই ঢাকা ক্লাবের টেনিস মার্কার হিসেবে কাজ করতে জীবন ভাই। তিনি একদিন আমাকে রাস্তায় দেখে বললেন ‘আরে ম্যাডাম আপনি কেন বাসে বাসে বই বিক্রি করবেন। তখন তিনি আমাকে ফুল বিক্রি করার কাজ দেন।’

নিজের ক্যারিয়ার নষ্ট, সংসারও টিকলো না, মেয়ে বৃষ্টিকে হারালেন এখন একমাত্র সম্বল শিশু সন্তান আপনকেও ঠিকমত লালন পালন করতে পারছেন না। এসব নানা কারণে বনশ্রী এর মাঝে মানসিকভাবে ভেঙে পরেন। পরে তিনি মানিকগঞ্জের আসক্তি পুনর্বাসন নিবাস আপনে চারমাস মানিসক চিকিৎসা নেন। আর ছেলেকে দিয়ে দেন সাভারের একটি এতিম খানায়।

বনশ্রী বই বিক্রেতা থেকে ফুল বিক্রেতা, এক সময় থাকতেন আলিশান ফ্ল্যাটে এখন শেখের টেকের বস্তিতে। ছেলে থাকে এতিম খানায় তিন বেলা খাবারের নিশ্চয়তা নেই। এই পরিস্থিতির জন্য কাকে দায়ি করবেন আপনি? ফুলের রাজ্যে বনশ্রী উত্তর খুঁজে বেড়ান। তিনি বলেন, ‘দেখুন আমার আসলে সঠিক কোন গাইড ছিল না বা আমাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার লোক ছিল না। ফারুক ঠাকুর যখন ঝামেলায় পরেন আমি তখন একা হয়ে যাই। আমার কোন ব্যাকআপ ছিল না। আমার বাবা মার কাছ থেকেও আমি কোন সঠিক দিক নির্দেশনা পাইনি। এই শহরে একা একটি মেয়ে টিকে থাকার জন্য যে কি লড়াই করতে হয় তা আপনাদের জানা নেই।’

[চোখের কোনে বনশ্রীর পানি। তিনি কান্না আড়াল করেন ওড়ানায় মুছে। কণ্ঠ ভারি হয়ে আসে তার।] তিনি আবার বলা শুরু করেন, ‘আমার এখন কুত্তা বিলাইয়ের মত জীবন যাপন করতে হচ্ছে। এটা কি আমার অপরাধের জন্য। নাকি আমাদের চারপাশের সিস্টেমের জন্য? আমার সংসার, আমার সন্তান, স্বামী কিছু নেই এখন আমার।’
[আবার চুপ হয়ে যান বনশ্রী]

আচ্ছা এর মাঝে শুনেছিলাম আপনাকে নায়ক অনন্ত জলিলসহ অনেকেই সহযোগিতা করেছেন। তারা টাকা দিয়েছেন…
এবার যেন একটু রেগে গেলেন বনশ্রী, রাগ কণ্ঠে নিয়ে বলেন, ‘অনেকেই টাকা দিয়েছে, অনন্ত জলিল দিয়েছেন ১৩ হাজার টাকা, ইলিয়াস কাঞ্চন দশ হাজার টাকা, চ্যানেল আইতে থেকে এবং আরো একটি প্রতিষ্ঠান কিছু টাকা দিয়েছিল। কিন্তু তা খুবই সামান্য। আমার এ টাকার দরকার নেই। আমি গেলাম অনন্ত জলিলের অফিসে গিয়ে তাকে বললাম আমাকে চাকরি দেওয়ার জন্য। কারণ আমি সেলাইয়ের কাজ জানি। তিনি আমাকে চাকরি দিলেন না। তার অফিসের দারোয়ান আর ড্রাইভার আমার সঙ্গে অভদ্র আচরণ করেছে, অপমান করেছে। এরপর একদিন অনন্ত জলিল আমাকে বললেন, তিনি প্রতি মাসে আমাকে এক হাজার টাকা দিবেন আর ১৫ কেজি চাউল। কিন্তু আজ পর্যন্ত আমি তা পাইনি। আমি তো ভিক্ষা চাই না। আমাকে কাজ দেন। তাও কেউ আমাকে কাজ দিচ্ছে না। তাই আমি ফুলের ব্যবসায় নেমেছি। এখানে যদি আমাকে সবাই সহযোগিতা করে আশা রাখি ফুলের ব্যবসাটা দাঁড় করাতে পারবো। আমি সবাইকে অনুরোধ করবো আমার ফুলের দোকান থেকে ফুল নিতে। সব রকমের ফুল আমি সরবরাহ করবো।’

বনশ্রী আরো জানান, তার ফুলের দোকানের নাম ঠিক করেছেন চন্দ্রমালিকা পুষ্প কুঞ্জ। শাহবাগের ফুল মার্কেটেই তিনি একটি ফুলের দোকান নিতে চান। কিন্তু তার অর্থ নেই। তাই এখন ফুটপাতেই বসে ফুল বিক্রি করছেন। বনশ্রীর স্বপ্ন ফুলের দোকানটা দাঁড় করাতে পারলে শিশু সন্তান আপনকে নিজের কাছে নিয়ে আসবেন। তিনি বলেন, ‘ছেলেটা এতিমখানায় গিয়ে সব সময় মনমরা হয়ে থাকে। বুকটা ফেটে যায় ছেলের মুখ দেখলে। ছেলের জন্য অশান্তি লাগে। টাকা হলেই ভালো থাকার জায়গা পেলেই ছেলেকে নিয়ে আসবো।’

আপনি তো এর মাঝে ‘মাটির পরী’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়টা কি করতে চান না আর?
একটা লম্বা শ্বাস ফেলে বনশ্রী বলেন, ‘মাটির পরী চলচ্চিত্রে আমাকে দিয়ে অভিনয় করিয়ে ফকিরের মত এক হাজার টাকা ধরিয়ে দিছে। এরকম হলে কি কাজ করা যায় বলেন। আমার মনে প্রাণে তো অভিনয়। আমি তো অভিনয় করতেই চাই কিন্তু ভালো সুযোগ পাচ্ছি না। আর অভিনয় করতে গেলেও তো খরচ লাগে। সেটাও তো আমার কাছে নাই।’

কথা হচ্ছিলে ফুল মার্কেটে বসেই। বনশ্রীকে এই মার্কেটের সবাই আপন করে নিয়েছেন। কিন্তু বনশ্রী কি ফুল ক্রেতা না বিক্রেতা এটা অনেকেই বুঝতে পারেন না। রাস্তায় দাঁড়িয়ে বসে ফুল বিক্রি করতে সমস্যা হয় তার। তাই টাকার অপেক্ষায় আছেন। টাকা জমিয়ে দোকান দিবেন তিনি। ছেলেকে নিয়ে আসবেন। বনশ্রীর এই ছোট্ট স্বপ্ন পূরণ হোক সেই কামনা থাকলে। ফুলের ঘ্রাণে ফুলের রঙে ভরে উঠুক বনশ্রী আর তার শিশু সন্তান আপনের জীবন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com