বগুড়ায় সোমবার সকাল ৬টা থেকে শুরু করে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এক বিশেষ অভিযান চালায় পুলিশ। এ অভিযানে জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীসহ গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ১২টি থানা, গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন ফাঁড়ির পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেয়।
জানা যায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের নির্দেশে জেলাব্যাপী এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃত ১৩৮ জনের মধ্যে জামায়াত-শিবিরের নয়জন ছাড়াও বিভিন্ন মামলা,ওয়ারেন্ট, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী রয়েছে। নিজামীর রায় না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।