নিজস্ব প্রতিবেদক
স্বদেশ নিউজ২৪
স্বাধীনতা যুদ্ধ নিয়ে আইডি এডের প্রযোজনায় আসছে ব্যাটেলফিল্ড’৭১ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আফজাল হোসেন মুন্নার পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
এরইমধ্যে ফেসবুক ও ইউটিউবে ছবিটির একটি মোশন পোস্টার ছাড়া হয়েছে। বাংলাদেশী সিনেমা বা স্বল্প দৈর্ঘ্য ছবির ক্যাম্পেইন এ মোশন পোস্টার এর ব্যবহার নেই তাই অনেকেই এটাকে টিসার বা ট্রেইলার বলে মনে করছেন। মোশন পোস্টারকে সহজ ভাষায় বলা যায়, এটি একরকমের পোস্টার যা নড়াচড়া করে। উল্লেখ্য হলিউড এবং বলিউড সহ অনেক দেশেই সিনেমার প্রচারে এটি একটি আধুনিক সংযোজিত প্রক্রিয়া। বাইরের দেশে এর প্রচলন থাকলেও আমাদের দেশে এটি একেবারে নতুন।
চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে একটি চিঠিকে কেন্দ্র করে । চিঠির মধ্যে দিয়ে একটি ছেলের যুদ্ধ এবং জীবনযুদ্ধর মাধ্যমে সমগ্র দেশের যুদ্ধকালীন পরিস্থিতি ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক।
পরিচালক মুন্না জানিয়েছেন, ‘দেশের প্রবীণ পরিচালকদের ধারণা নতুন প্রজন্মের তরুণ নির্মাতারা মুক্তিযুদ্ধকে ধারণ করেনা। কেউ কেউ আবার বলেন, ১০ মিনিটের যুদ্ধের একটি ক্ষুদে সিনেমা বানানোর যোগ্যতাও কোন তরুণ নির্মাতার নেই। মূলত এই চ্যালেঞ্জের উত্তর দেয়ার জন্যই এই চলচ্চিত্র।’ আইডি এডের নিজস্ব প্রোডাকশন টিমের বাইরেও ফাইন আর্টিস্ট, রিসার্চার, ভিএফএক্স আর্টিস্ট, অ্যানিমেটর, মিউজিক কম্পোজার,এডিটর, কালারিস্ট প্রায় শ’খানেক মানুষ স্বেচ্ছাশ্রম দিচ্ছে চলচ্চিত্রটিতে।